বুধবার চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে হার দেখেছিল সিলেট টাইটান্স। পরদিনই ঘুরে দাঁড়িয়েছে সুরমাপাড়ের দলটি। মঈন আলির ঝড়ে ঢাকা ক্যাপিটালসের সামনে বড় লক্ষ্য দাঁড় করেছিল। পরে সালমান ইরশাদের দারুণ বোলিংয়ে ২০ রানে জয় তুলে নিয়েছে সিলেট। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তিনে ফিরেছে স্বাগতিকরা।
আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে সিলেট। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৮০ রানের সংগ্রহ গড়ে। জবাবে ৮ উইকেটে ১৬০ রানে থামে ঢাকার ইনিংস।
রানতাড়ায় ঢাকার হয়ে সর্বোচ্চ করেছেন রাহমানুল্লাহ গুরবাজ। আফগান ওপেনার ৩ চার ও ২ ছক্কায় ৪৪ বলে ৫১ রান করেন। ১১ বলে ২৪ রান করেন আব্দুল্লাহ আল মামুন। সাইফ হাসান ১৪ বলে ২২ এবং ইমাদ ওয়াসিম ৮ বলে ১২ রান করেন। শেষদিকে সাব্বির রহমান ১৬ বলে ২৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। বাকিদের কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
সিলেট বোলারদের মধ্যে সালমান ইরশাদ ৪ ওভারে ২৫ রানে ৩ উইকেট নেন। মঈন আলি দুটি উইকেট নেন।
এর আগে সিলেট ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩৮ রান করেন আরিফুল ইসলাম। ২৯ বলের ইনিংসে ছিল ৪টি চার। ৩ চার ও ১ ছক্কায় ২৩ বলে ৩৩ রান করেন আজমতউল্লাহ ওমরজাই। ৫ চার ও ১ ছক্কায় পারভেজ হোসেন ইমন করেন ২৪ বলে ৩২ রান। শেষদিকে ঝড় তোলেন মঈন আলী। ২ চার ও ৩ ছক্কায় ৮ বলে ২৮ রান করেন। তৌফিক খান তুষার করেন ২১ বলে ১৭ রান।
ঢাকার হয়ে জিয়াউর রহমান ৩ উইকেট নেন। নাসির হোসেন, সাইফ হাসান ও ইমাদ ওয়াসিম নেন একটি করে উইকেট।









