আসরজুড়ে নজরকাড়া বোলিং করেছেন রিপন মণ্ডল। প্রথম হ্যাটট্রিকের দেখাও পেলেন তরুণ পেসার। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ইনিংসের শেষ ওভারে কীর্তি গড়েছেন। বল হাতে আলো ছড়িয়েছেন আব্দুল গাফফার সাকলাইনও। ৪ উইকেট নিয়েছেন। দুই পেসারের তোপে ১৩১ রানে গুটিয়ে গেছে ঢাকা। পঞ্চম জয়ের অপেক্ষায় থাকায় রাজশাহীর দরকার ১৩২ রান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষদিনের খেলায় টসে জিতে আগে ব্যাটে নামে ঢাকা। নির্ধারিত ২০ ওভারে ১০ উইকেটে ১৩১ রানের সংগ্রহ গড়েছে তারা।
ইনিংসের শেষ ওভারে হ্যাটট্রিক করেন রিপন। চতুর্থ বলে সাব্বিরকে ফেরান। পরের দুই বলে ফেরান জিয়াউর রহমান ও তাইজুল ইসলামকে। বিপিএলে চলতি আসরে তৃতীয় হ্যাটট্রিক এটি। আগে মেহেদী হাসান রানা ও মৃত্যুঞ্জয় চৌধুরী হ্যাটট্রিক পেয়েছেন।
ঢাকা ক্যাপিটালস ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৪১ রান করেছেন উসমান খান। ২৭ বলের ইনিংসে ছিল ৫ চার ও ২ ছক্কার মার। ২৭ বলে ২৪ রান করেন নাসির হোসেন। বাকিদের মধ্যে সাব্বির রহমান ১৪, মোহাম্মদ মিঠুন ১৩, আব্দুল্লাহ আল মামুন ১২ এবং ইমাদ ওয়াসিম ১১ রান করেন।
রাজশাহীর হয়ে রিপন মণ্ডল ৩০ রানে ৩ উইকেট এবং আব্দুল গাফফার সাকলাইন ২৪ রানে ৪ উইকেট নেন। মোহাম্মদ রুবেল নেন ২ উইকেট।





![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}](https://www.channelionline.com/wp-content/uploads/2026/01/Picsart_26-01-20_12-20-02-008-120x86.jpg)



