আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৯ (সাভার ও আশুলিয়া) আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি–এলডিপি মনোনীত প্রার্থী চৌধুরী হাসান সারওয়ার্দীকে দলীয় প্রতীক ‘ছাতা’ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ অনুযায়ী প্রতিটি প্রার্থীকে নির্ধারিত দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।









