ভারতের ছোট পর্দার অভিনেতা ঋষি কৌশিকের ডিভোর্স নিয়ে চলছে চর্চা। গুঞ্জনের আগুনে ঘি ঢেলে ফেসবুকে একের পর এক বিস্ফোরক পোস্ট দিয়ে চলেছেন অভিনেতা।
আদর্শ দম্পতি হিসাবেই পরিচিত ছিলেন ঋষি কৌশিক ও দেবযানী চক্রবর্তী। ২০১২ সালে টেলিভিশনের এই হার্টথ্রব নায়ক বিয়ে করেছিলেন মনের মানুষ দেবযানীকে। সোশ্যাল মিডিয়া হোক বা কোনও অনুষ্ঠান, দুজনকে সবসময় হাসিখুশি দেখতেই অভ্যস্ত ভক্তরা। কিন্তু গত দু-দিনে বদলে গেছে সেই চিত্র।
সরাসরি না হলেও আকারে-ইঙ্গিতে ঋষি কৌশিক স্ত্রীর নামে একগুচ্ছ অভিযোগ করেছেন। দাবি, বউয়ের হাতে নির্যাতিত তিনি। দেবযানীর বেপরোয়া জীবনযাপন নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন। শনিবার রাতে আবার সোশ্যাল মিডিয়ায় সরব ঋষি কৌশিক। এবারও সরাসরি নয়, বরং ইঙ্গিতপূর্ণ পোস্ট তার।
নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেতা যোগ করেন মাইকেল জ্যাকসনের একটি গান। গানের লাইনে উঠে এসেছে এক নারীর প্রতারণার গল্প।
ঋষি কৌশিক লেখেন, “লাই ফর ইট। স্পাই ফর ইট। কিল ফর ইট। ডাই ফর ইট। সো ইউ কল ইট ট্রাস্ট, ইন দ্য ডেভিল’স গেম অব গ্রিড অ্যান্ড লাস্ট। শি ডাজ নট কেয়ার। শি উড ডু মি ফর দ্য মানি। শি ডাজ নট কেয়ার। শি উড ডু মি ফর দ্য প্রেস্টিজ। ক্যাপশনটা মাইকেল জ্যাকসনের একটি গান। ‘দে’ শব্দটির জায়গায় ‘শি’ লিখলাম। এমনি। জাস্ট এমনি। গানের কথাগুলো খুব বাস্তব। অনেকের জীবনের সাথে মিলে যায়।”
এর আগে এক ফেসবুক ভিডিওতে কারও নাম না নিয়ে ঋষি জানতে চান, আধুনিক নারী ঠিক কাকে বলে? অভিনেতা বলেন, ‘১২ বছর আগে একটি ছেলে ও মেয়ের বিয়ে হয়। যদিও মেয়েটি ও ছেলেটির জীবনযাত্রা একেবারেই আলাদা। তা বুঝতে পেরেই নাকি মেয়েটিকে বিয়ে করতে চাননি সেই ছেলে। কিন্তু নিজেকে বদলে ফেলার আশ্বাস দেন মেয়েটি। এই মর্মেই মেয়েটিকে বিয়ে করতে রাজি হন সেই ছেলে। তবে বিয়ের পর থেকে নিজেকে বিন্দুমাত্র বদলাননি তিনি, বরং তা ক্রমশ বেড়েছে।’
অভিনেতা আরও জানান, ‘মেয়েটি বড় তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত। এর সঙ্গে ছেলেটির পেশার সঙ্গেও টুকটাক যুক্ত। তিনি তার স্বামীকে কথায় কথায় চাকরির খোঁটা দেন। স্বামীর উপর চলে নজরদারি।’
ঋষি সেই মেয়ের বেপরোয়া জীবন নিয়ে আরও বললেন, ‘ধূমপান, মদ্যপান, রাত্রে পুরুষ বন্ধুদের সঙ্গে পার্টি, একেই কি বলে আধুনিক নারী?’
সংসারে শান্তি টিকিয়ে রাখতে এবং সম্পর্ক না ভাঙতে চেয়ে সেই মধ্যবিত্ত মানসিকতার ছেলেটি নাকি এতদিন সব সহ্য করেছে। একটা সময় পরিস্থিতি বেগতিক দেখে নিজের জীবন পর্যন্ত শেষ করতে চেয়েছে, তাতেও মেয়েটির কোনও পরিবর্তন নেই। বরং এখন সে আরও বেপরোয়া এবং উশৃঙ্খল জীবনে মেতে উঠেছে। এই পরিস্থিতিতে ওই ছেলেটির কী করণীয়? জানতে চেয়েছেন ঋষি।
সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা









