পাবনার ‘কুখ্যাত ডাকাত’ হিসেবে পরিচিত রতন মোল্লা গোপালগঞ্জ কারাগারে বন্দী অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তাকে গ্রেপ্তারের ৪৮ ঘণ্টার মধ্যেই এই মৃত্যুর ঘটনা ঘটে।
গোপালগঞ্জ জেলা কারাগারের জেল সুপার তানিয়া জামান জানান, পাবনা জেলার বেড়া উপজেলার পাচুড়িয়া গ্রামের বাসিন্দা এবং একাধিক ডাকাতি মামলার আসামি রতন মোল্লাকে গত ১৯ মে স্থানীয় আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। জেল সুপারের ভাষ্যমতে, কারাগারে প্রবেশের সময় থেকেই রতনকে অসুস্থ মনে হচ্ছিল।
তিনি আরও বলেন, ২১ মে দুপুরের পর হঠাৎ করেই রতন মোল্লার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাৎক্ষণিকভাবে তাকে গোপালগঞ্জ আড়াই শ শয্যার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তবে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস এ বিষয়ে ভিন্ন কথা জানিয়েছেন। তিনি বলেন, রতন মোল্লা নামে এক হাজতিকে কারা কর্তৃপক্ষ হাসপাতালে নিয়ে আসে মৃত অবস্থায়। আমাদের জরুরি বিভাগে আনার আগেই তিনি মারা গেছেন।
এ ঘটনার পর থেকে রতনের মৃত্যু নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশি হেফাজতের পরপরই মৃত্যু, এবং কারা ও চিকিৎসা কর্তৃপক্ষের বক্তব্যে পার্থক্য—সব মিলিয়ে ঘটনার স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয়রা।
মৃত রতন মোল্লার নামে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় অন্তত পাঁচটি ডাকাতি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।









