চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ধ্বংস করলে রক্ত ঝরালে ছাড় দেয়া হবে না।
মঙ্গলবার ১৬ জুলাই সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ধৈর্য্য সহকারে দেখছি। ধ্বংসাত্মক হলে আমাদের ব্যবস্থা নেয়া হবে। আন্দোলনে সমস্যা নেই। ধৈর্য্য সহকারে বোঝাতে চেষ্টা করছি সঠিকভাবে আন্দোলন করুক।
তিনি বলেন, যে পর্যন্ত প্রয়োজন না হবে আইন-শৃঙ্খলা বাহিনী বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানে যাবে না।
আন্দোলনে জামায়াত-বিএনপির ইন্ধন থাকতে পারে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিভিন্নভাবে তাদের বদ উপদেশ দিচ্ছে। শিক্ষার্থীরা ভুল করছে।









