চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন হাসপাতাল ঘুরেও একটি আইসিইউ শয্যা না পেয়ে সড়ক দুর্ঘটনায় আহত শাহীনের মৃত্যু হল। তরুণ শাহীনের মৃত্যুতে প্রশ্ন উঠেছে, প্রধানমন্ত্রীর নির্দেশনার পর গত তিন বছরেরও কেন জেলা পর্যায়ে হাসপাতালগুলোতে আইসিইউ সুবিধা বাস্তবায়ন করা যায়নি? সংশ্লিষ্টরা বলছেন, স্থানীয় পর্যায়ে হাসপাতালগুলোতে ‘ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিস’ চালু করে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দিয়ে রেফার করলে এবং সত্যিকারের মুমূর্ষু রোগীদের আইসিইউ প্রাপ্তি নিশ্চিত করলে এমন ঘটনা এড়ানো সম্ভব।






