Advertisements
ডেঙ্গু সংক্রমণের মধ্যে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় চার মাস ধরে ইউরিন পরীক্ষা যন্ত্রের কেমিকেল না থাকায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। ওই পরীক্ষা বাইরে করাতে রোগীদের কয়েক গুণ বেশি খরচ করতে হচ্ছে। আটটি আল্ট্রাসোনোগ্রাম যন্ত্রের দু’টিতে মাঝে-মধ্যেই ত্রুটি দেখা দিচ্ছে। লিফট নষ্ট থাকায় রোগী ও স্বজনদের আরো কষ্ট বেড়েছে।






