৫৯তম কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতলো বাংলাদেশি সিনেমা ‘বালুর নগরীতে’, যার ইংরেজি নাম ‘স্যান্ড সিটি’। মাহদী হাসান পরিচালিত পূর্ণদৈর্ঘ্য এই সিনেমাটি উৎসবে প্রক্সিমা গ্র্যান্ড প্রিক্স অর্জন করে নিয়েছে।
চেক প্রজাতন্ত্রের কার্লোভি ভ্যারি শহরে ৪ জুলাই বসে ৫৯তম উৎসব, পুরস্কার ঘোষণার মাধ্যমে ১২ জুলাই পর্দা নামলো উৎসবের। এবারের আসরে ছিল কিছু চমকপ্রদ ঘটনা ও বিশ্ব সিনেমার দাপুদে মানুষদের সমাবেশ। যে উৎসবে বাংলাদেশের জন্য সবচেয়ে গর্বের সংবাদটি বয়ে আনলেন মাহদী হাসান।
তার পরিচালিত ‘বালুর নগরীতে’ [স্যান্ড সিটি] সিনেমাটি প্রক্সিমা গ্র্যান্ড প্রিক্স হিসেবে ১৫ হাজার মার্কিন ডলার জিতে নিয়েছে।
প্রক্সিমা বিভাগের মূল পুরস্কারটি অর্জন করেছে বাংলাদেশের নির্মাতা মাহদী হাসানের ছবিটি। যা এই বিভাগের সেরা চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়েছে। আন্তর্জাতিক জুরি সিনেমাটিকে আখ্যা দিয়েছেন এভাবে- “একটি অনন্য বয়ান, যেখানে নীরবতা ও নিঃসঙ্গতা হয়ে ওঠে এক গভীর মানবিক ভাষা।”
এই পুরস্কার শুধু অর্থনৈতিক নয়, বরং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের স্বাধীন ও বিকল্পধারার চলচ্চিত্রকে স্বীকৃতি দেওয়ার এক বড় মুহূর্ত। এর আগে মাহদী হাসান স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দিয়ে আলোচনায় এসেছিলেন, তবে এবারের সাফল্য নিঃসন্দেহে বাংলাদেশি স্বাধীন চলচ্চিত্রের জন্য এক নতুন মাইলফলক।
উৎসবের প্রধান প্রতিযোগিতা বিভাগে বিজয়ী হয়েছে মিরো রেমো পরিচালিত ‘বেটার গো ম্যাড ইন দ্য ওয়াইল্ড’। চেক-স্লোভাক যৌথ প্রযোজনার এই তথ্যচিত্রটি দুই অদ্ভুত ভাইয়ের নির্জন জীবনের হাস্যরসাত্মক ও মানবিক ছবি ফুটিয়ে তুলে, যা একদিকে বিচ্ছিন্নতা, অন্যদিকে আত্মসত্যে অনড় থাকার দৃষ্টান্ত। বিশেষ জুরি পুরস্কার জিতে নিয়ে ইরানি সিনেমা ‘বিদাদ’, পরিচালনা করেছেন সোহেইল বেইরাঘি, সেরা পরিচালক (যুগ্মভাবে) ভিতাউতাস কাটকুস [দ্য ভিজিটর] এবং ‘আউট অব লাভ’ এর জন্য নাথান অ্যামব্রোসিওনি, সেরা অভিনেত্রী হয়েছেন নরওয়ের ছবি ‘ডোন্ট কল কিম মামা’র জন্য পিয়া টিয়েলটা এবং স্পেনের ছবি ‘হোয়েন আ রিভার বিকামস দ্য সি’ এর জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন আলেক্স ব্রেনডেমুল। –ডেডলাইন.কম









