বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ(ডিএমপি)।
শনিবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, শনিবার রাতে রাজধানীর বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে বিমানবন্দর থানা পুলিশ।
পরে তাকে ডিবি পুলিশের মিন্টু রোডের কার্যালয় নেওয়া হয়েছে।
জানা গেছে, আরিফ হাসানকে বিমানবন্দর থানার একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি গত ১৯ জুলাই করা হয়।









