পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) সাঁথিয়া কার্যালয়ে পাবনা অঞ্চলের কোভিড-১৯ প্রণোদনা ঋণ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এমপি।
সোমবার ৩ জুলাই পিডিবিএফ’র সাঁথিয়া কার্যালয়ে প্রথম দফায় ৭ জন উদ্যোক্তাকে মোট সাড়ে ১৩ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাসান আলী খান, সাঁথিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মো. সোহেল রানা, সাঁথিয়া পৌরসভার মেয়র মো. মাহবুব আলম বাচ্চু, সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি মো. মানিক মিয়া রানা, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা অতুল কৃষ্ণ মজুমদার এবং উপজেলা পরিষদের বিভাগীয় প্রধান ও অন্যান্য ব্যক্তিবর্গ।

শামসুল হক টুকু বলেন, করোনাকালে বহু মানুষের ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হয়েছে। সরকারের পক্ষ থেকে সেই ক্ষতিপূরণে পিডিবিএফ কোভিড-১৯ প্রণোদনা ঋণ কর্মসূচি হাতে নিয়েছে। আমরা আশা করছি এই ঋণে তারা উপকৃত হবেন। তবে অনেকেই আছেন যে কাজে ঋণের টাকা নেন, শেষ পর্যন্ত তা অন্য কাজে লাগান। কেউ কেউ আবার ঋণ পরিষদ না করে খেলাপী গ্রাহক হিসেবে নাম লেখান। এমন দৃষ্টান্ত নতুন করে কেউ তৈরি করবেন না।
পিডিবিএফ’র ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ মউদুদউর রশীদ সফদারের তত্ত্বাবধানে করোনায় ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের নতুন করে ঘুরে দাঁড়াতে কোভিড-১৯ প্রণোদনা ঋণ কর্মসূচি শুরু করেছে প্রতিষ্ঠানটি।







