চাকরি রাজস্বখাতে স্থানান্তর, ৫১ মাসের বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন, অবস্থান ও মহাপরিচালককে অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন প্রকল্পে নিয়োগ ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকরা।
আজ মঙ্গলবার (২২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সামনে ‘অধিদপ্তর ব্লকেড’ কর্মসূচি পালনের কথা জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা।
বকেয়া বেতন ও চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে কয়েকদিন ধরেই আন্দোলন করছেন স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট- স্টেপ প্রকল্পে নিয়োগ পাওয়া পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষকরা।
তারা বলছেন, প্রায় ৫১ মাস ধরে অন্তত ৭৩৮ জন শিক্ষক বেতন পাচ্ছেন না। এছাড়া, তাদের চাকরি রাজস্ব খাতে নেওয়ার ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিলেও সেই উদ্যোগে গতি নেই। সরকারি সিদ্ধান্তের দ্রুত বাস্তবায়ন চান শিক্ষকরা।
দাবি আদায়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কক্ষ ঘেরাও করে তাকে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারী শিক্ষকরা। কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো: আজিজ তাহের খান জানিয়েছেন, বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছেন তিনি।
দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেয়ার কথা জানান আন্দোলনরত শিক্ষকরা। ২০১১ সালে তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়। ২০১৯-২০ অর্থবছরে বাজেট বরাদ্দও দেয়া হয়। এরপরও ২০২০ সালের জুলাই থেকে বেতন-ভাতা বন্ধ রয়েছে।









