ইউরোর শেষ ষোলোর ম্যাচে জমজমাট লড়াইয়ে মেতেছিল জার্মানি ও ডেনমার্ক। হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাধা হেনেছিল বজ্রপাত ও বৃষ্টি। ছিল একাধিক গোল বাতিল ও পেনাল্টি। সবকিছু মিলিয়ে শেষ হাসিটা হেসেছে স্বাগতিকরাই। ডেনমার্ককে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জার্মানি।
ডর্টমুন্ডের সিগন্যাল ইদুনা পার্কে ডেনিশদের ২-০ গোলে হারিয়েছে কোচ নাগেলসম্যানের দল। জার্মানদের হয়ে গোল দুটি করে কাই হাভার্টজ ও জামাল মুসিয়ালা।
প্রথমার্ধ থেকে দাপুটে শুরু করেছিল জার্মানি। একের পর এক আক্রমণে ডেনমার্ককে পরীক্ষায় রেখেছিল আয়োজক দেশটি। নিকো শ্লোটটেরবেকের হেডে চতুর্থ মিনিটেই জালের দেখা পায় দলটি। তবে বলটি আসার সময় বক্সে ডেনিশ খেলোয়াড় ফাউলের শিকার হওয়ায় ভিএআর সিদ্ধান্তে বাতিল হয় গোলটি।
৩৬ মিনিটে বৃষ্টি ও বজ্রপাতের কারণে খেলা বন্ধ রাখতে বাধ্য হন রেফারি মাইকেল অলিভার। খেলোয়াড়েরা মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ফিরে যান। আবহাওয়া একটু ভালো হলে প্রায় ২০ মিনিট পর খেলা পুনরায় শুরু হয়। দুদলেরই সুযোগ হাতছাড়ার মহড়ায় গোল শূন্য সমতায় শেষ হয় লড়াই।
দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে জার্মানির জালে বল পাঠান জোয়াকিম অ্যান্ডারসেন। ভিআরে অফসাইড ধরা পড়ায় গোল বঞ্চিত হয় ডেনমার্ক। তিন মিনিট পর বক্সের ভিতর সেই অ্যান্ডারসেনের হাতে বল লাগে। পেনাল্টি পায় জার্মানি। স্পট কিকে গোল আদায় করে নেন কাই হাভার্টজ। ৬৮ মিনিটে শ্লোটটেরবেকের লম্বা ক্রসে মাঝ মাঠ থেকে বল টেনে নিয়ে ডেনিশদের জালে বল পাঠান জামাল মুসিয়ালা।
৯১ মিনিটে ম্যাচের তৃতীয় গোল বাতিলের ঘটনা ঘটে। জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টজ ডেনিশ জালে বল পাঠালেও অফসাইডে বাতিল হয় তা। পরে ২-০তে জিতে কোয়ার্টার নিশ্চিত করে জার্মানি।









