ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২০ দশমিক ০৪ শতাংশ এবং দক্ষিণ সিটি করপোরেশনের ১৫ দশমিক ৪৭ শতাংশ বাড়িতে ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশার লার্ভা পাওয়া গেছে বলে দাবি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার ৪ জুলাই বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সভা কক্ষে দেশে চলমান ডেঙ্গু সংক্রমণের প্রি-মনসুন সার্ভের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে জরিপের ফলাফল উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।
তিনি বলেন, ‘আমরা ঢাকা উত্তর সিটির ৪০টি ওয়ার্ডে এবং দক্ষিণ সিটির ৫৮টি ওয়ার্ডে সর্বমোট ৩ হাজার ১৪৯টি বাড়িতে সার্ভে করেছি, এর মধ্যে ৫৪৯টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে।’
তিনি বলেন: ঢাকার দুই সিটি কপোরেশনের ৯৮টি ওয়ার্ডের ৫৬টিতে এডিস মশার লার্ভার ঘনত্ব বা ব্লুটু এনডেক্স-২০’র উপরে। দক্ষিণের ৫৮ টির মধ্যে ২৯ টি এবং উত্তরের ৪০টির মধ্যে ২৭ টি ওয়ার্ডে ব্লুটু এনডেক্স ২০’র উপরে।যা নগরবাসির ডেঙ্গুতে আক্রান্তের উচ্চ ঝুঁকিতে বলছে স্বাস্থ্য অধিদপ্তর।
চলতি বছর ডেঙ্গুর প্রকোপ ঢাকা মহানগরে বেশি এরপর চট্টগ্রাম এবং পরের অবস্থান বরিশালে ডেঙ্গুর রোগী বেশি।
এবছর ডেন ২-ধরনজনিত ডেঙ্গুতে ৬২ শতাংশ এবং ডেন-৩ জনিত ৩৮ শতাংশ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে মানুষ বলছে আইইডিসিআর।







