রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় হাসপাতালে রোগী ভর্তি ক্রমেই বাড়ছে। সাভার, আশুলিয়া এবং দোহার থেকেও আসছেন অনেকে। ভুক্তভোগীদের অভিযোগ, ডেঙ্গু মৌসুমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মশা নিধনের কোন কার্যক্রম নেই। সিটি কর্পোরেশনের দায়িত্বশীল ভূমিকা নিয়েও অনিশ্চয়তায় তারা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুয়াযী, গত (১৮ আগস্ট) রোববার পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৯৯২ জন।
(১৯ আগস্ট) সোমবার ডেঙ্গু চিকিৎসায় নির্ধারিত মহাখালির ডিএনসিসি হাসপাতালে গিয়ে দেখা যায়, ভর্তির পর থেকে শকে থাকা শিশু রাফসানকে টানা ৮ দিন আইসিইউতে রাখার পর সাধারণ ওয়ার্ডে নেওয়া হয় । তবে এখনও শিশুটির শঙ্কা কাটেনি।
আশুলিয়া থেকে আসা দুই বছর বয়সী আব্দুল্লাহ ও তার মা খাদিজা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায়। আব্দুল্লাহর সাথে তার মা ছাড়াও চিকিৎসাধীন ছিলেন বাবা, দাদী ও ছোট বোন।
কোভিড-১৯ ও ডেঙ্গুর চিকিৎসায় নির্ধারিত হাসপাতাল ডিএনসিসি এর উপ-পরিচালক ডা. মতিউর রহমান জানান, জুলাই থেকেই ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকে। এই মৌসুমে মশা নিধন না করা গেলে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু দুটোই বাড়বে।









