দেশজুড়ে ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গু। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ২৮ হাজার মানুষ। সরকারি হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত সারাদেশে মারা গেছেন ১৪১ জন। ডেঙ্গু আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
সাম্প্রতিক টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে জমছে পানি। এতে বাড়ছে এডিস মশার উপদ্রব, সাথে বাড়ছে ডেঙ্গু রোগী। শুধু রাজধানী নয়, জেলা শহরেও ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গু। ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় রাজধানীর হাসপাতাগুলোতে বাড়ছে রোগী।
ডেঙ্গু আক্রান্ত রোগীর জ্বর কমার পরবর্তী ৭২ ঘন্টা খুব গুরুত্বপূর্ণ জানিয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শফিউর রহমান বলছেন, ডেঙ্গু আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে দ্রুত ডাক্তারের পরামর্শ নেয়া জরুরি।
বিশেষজ্ঞরা বলছেন, পাত্রে পানি জমতে না দেয়া ও সামাজিক সচেতনতাই পারে ডেঙ্গুর প্রকোপ কমাতে।









