রাজধানীর ডেমরায় নির্মাণাধীন সাততলা ভবনের ছাদ ঢালাইয়ের সময় ঢালাই মিক্সার ওঠানোর কন্টেইনারসহ ক্রেন মেশিন পড়ে তিনজন নির্মাণ শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১ শ্রমিক আহত হয়েছেন।
শনিবার দুপুর ২ টার দিকে ডেমরার কোদালদোয়া নূর মসজিদ সংলগ্ন যৌথ মালিকানাধীন ভবনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— মো. মোস্তফা (৪২), মো.মিজান (৩২) ও মো. জাফর (৫০)। তবে কারও ঠিকানা এখনো জানা যায়নি।
৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ডেমরা থানার অপারেশন অফিসার সুব্রত কুমার পোদ্দার পুলিশের দায়িত্বরত টিম নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুতের কাজ করছেন। ময়না তদন্তের জন্য লাশ রাজধানীর মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার যৌথ মালিকানাধীন ওই ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল দ্রুত গতিতে। এ ঘটনায় হঠাৎ শ্রমিকদের অসাবধানতাবশত নিয়ন্ত্রণ হারিয়ে ৮ তলার নির্মাণাধীন ছাদে রাখা ক্রেন মেশিনটি ঢালাই মিক্সার ভরা অবস্থায় কন্টেইনার ওই ৪ শ্রমিকের ওপরে পড়ে। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।
অপারেশন অফিসার সুব্রত কুমার পেদ্দার আরও বলেন, শ্রমিক মৃত্যুর ঘটনার পর ভবন কর্তৃপক্ষ পালিয়ে গেছে। আমরা খোঁজ করেও কাউকে পাচ্ছি না।
তবে কর্মক্ষেত্রে তাদের গাফিলতিগুলো আমরা চিহ্নিত করছি। আর এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।








