ঈদের অনাবিল আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে রাজধানীর ডেমরায় মেহনতি মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পাঁচ শতাধিক মেহনতি মানুষের মাঝে এই ঈদ উপহার তুলে দেওয়া হয়।
বুধবার ১৯ এপ্রিল বিকালে হাজীনগর এলাকায় হাজী মোয়াজ্জেম আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে ঈদ সামগ্রী হিসেবে দুধ, চিনি, সেমাই, সুগন্ধি চাল ও ভোজ্য তেল বিতরণ করা হয়েছে।
সাবেক সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. সহিদুল ইসলামের আয়োজন ও সভপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি।
প্রধান অতিথি বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে মেহনতি মানুষের মুখে খাবার তুলে দিতে এই ঈদ সামগ্রী বিতরণ করেছি। ঈদের খুশী তাদের মাঝে ছড়িয়ে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।








