দেশের চলমান পরিস্থিতিতে বিভিন্ন স্থানে হিন্দুদের উপর বর্বরোচিত হামলা, নির্যাতন, মঠ-মন্দির, ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, অগ্নিসংযোগ এবং জায়গা-জমি দখলসহ সকল অত্যাচারের অভিযোগে প্রতিবাদ সমাবেশ করেছে রাঙ্গামাটির সনাতনী সম্প্রদায়।
সোমবার (১২ আগস্ট) সকাল ১১টা থেকে হাজার হাজার সনাতন সম্প্রদায়ের নর-নারী রাঙ্গামাটি শহরে প্রতিবাদ সমাবেশ অংশগ্রহণ করেন।
রাঙ্গামাটি পৌরসভা থেকে প্রতিবাদী মিছিলটি বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেষ্টুন ব্যানারসহ প্রতিবাদ মিছিল নিয়ে রাঙ্গামাটির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন রাঙ্গামাটি কৃষ্ণভাবনামৃত সংঘ-ইসকনের রাঙ্গামাটির অধ্যক্ষ নিতাই নুপুর দাশ ব্রহ্মচারী, হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক অজিত শীল, জাগরণের মঞ্চের রাজু শীল, দাবিনামা উত্থাপন করেন মিশু দে, উপস্থাপন করেন মিশু মল্লিক।
সমাবেশ চলাকালীন প্রায় দেড় ঘন্টা রাঙ্গামাটি শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়।









