বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিল, বার্সেলোনা ছাড়তে চান ফরাসি তারকা উসমানে ডেম্বেলে। নতুন মৌসুমে কোন ক্লাবে যোগ দেবেন, তা নিয়ে চলছিল নানা রকম কানাঘুষা। তবে শেষ পর্যন্ত লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজির প্রস্তাবেই রাজি হয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার।
ডেম্বেলের সবুজ সংকেতের বিষয়টি সোমবার নিশ্চিত করেছেন দলবদলের নির্ভরযোগ্য সূত্র খ্যাত ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। পাঁচ বছরের চুক্তিতে পিএসজিকে ‘হ্যাঁ’ বলে দিয়েছেন ডেম্বেলে।
২৬ বর্ষী ফুটবলারকে দলে চেয়ে ইতিমধ্যেই বার্সেলোনাকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে পিএসজি। এমনকি ফ্রেঞ্চম্যানের সঙ্গে ব্যক্তিগত শর্তাদি নিয়েও আলোচনা সেরেছে ক্লাবটি।
ফ্রেঞ্চ জায়ান্টরা এখন ৫ কোটি ইউরোয় রিলিজ ক্লজ কার্যকর করে ডেম্বেলেকে কিনে নেয়ার খুব কাছাকাছি রয়েছে। চলতি সপ্তাহেই ক্লাবটির সঙ্গে চুক্তি সম্পন্ন হতে পারে।
২০১৭ সালে বার্সায় যোগ দিয়েছিলেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড। এ পর্যন্ত ছয় মৌসুমে তেমন আহামরি পারফরম্যান্স দেখাতে পারেননি। ১৮৫ ম্যাচ খেলে মাত্র ৪০ গোল করেছেন। যদিও তার অনেকটা সময় চোটের সঙ্গে লড়েই পার হয়েছে।








