শ্রম আইনে নারীর ন্যায্য অধিকার ও নিরাপত্তা প্রতিষ্ঠার দাবিতে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেছে ‘ক্ষুব্ধ নারী সমাজ’।
সোমবার ১০ ফেব্রুয়ারি বিকেল ৩টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদী অবস্থান কর্মসূচি থেকে ১১ দফা দাবি তুলে ধরেন বিভিন্ন সেক্টরের নারী প্রতিনিধিরা।
জাতীয় ন্যূনতম মজুরি নিশ্চিত, শ্রমজীবী ও পেশাজীবী সকল নারীর জন্য ৬ মাস সবেতন মাতৃত্বকালীন ছুটি, কর্মস্থলে যৌন নিপীড়ন সেল, ডে-কেয়ার সুবিধা, গৃহশ্রমিকের নিরাপত্তা, প্রবাসী নারী শ্রমিকের নিরাপত্তাসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

আসন্ন শ্রম আইনে এসব অধিকারকে গুরুত্ব দেয়ার দাবি জানান ক্ষুব্ধ নারীরা। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন শ্রমিক ও নারী অধিকারকর্মী তসলিমা আখতার, শৈশব এর প্রতিষ্ঠাতা ফারহানা মান্নান, নারী অধিকারকর্মী শিমা দাস শিমুসহ বিভিন্ন পেশার নারীরা।









