ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অন্তত এক মাস আগে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তায় সেনা ও বিশেষায়িত বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানের চেতনায় ৭২ এর সংবিধান সমুন্নত রাখা এবং রাজনীতি ও নির্বাচনে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করারও দাবি জানিয়েছেন তারা। তবে ৭২ এর সংবিধানকে জাতিবাদী ফ্যাসিস্ট সংবিধান বলে উল্লেখ করে নতুন সংবিধান প্রণয়নে গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রচিন্তক ও কবি ফরহাদ মজহার।








