সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত হচ্ছে একটি খাবার, যার নাম ‘গডজিলা রামেন’। তাইওয়ানের একটি রেঁস্তোরায় পাওয়া যাচ্ছে এই খাবার। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, খাবার থেকে বের হয়ে আসছে গডজিলার পা।
এনডিটিভি জানিয়েছে, তাইওয়ানের ইউনলিনের ডৌলিউ শহরের একটি রেঁস্তোরায় পাওয়া যাচ্ছে ‘গডজিলা রামেন’ নামক এই বিশেষ খাবারটি। মূলত কুমিরের মাংস দিয়ে তৈরি হচ্ছে এই রামেন। রামেনের ওপর কুমিরের সামনের একটি পা সেদ্ধ করে পরিবেশন করা হচ্ছে। যা দেখে অনেকটা হলিউড মুভির দানব চরিত্র গডজিলার পা এর মতোই মনে হচ্ছে।
খাবারে কুমিরের মাংসের ব্যবহার এবং এমন চমকপ্রদ নামের জন্য খাবারটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ হইচই শুরু হয়েছে। তবে কেবল কুমিরের মাংসই নয় সাথে ডিম, সবজি এবং ৪০টিরও বেশি বিভিন্ন মশলা দিয়ে বানানো হয় এই রামেন। আর খাবারটি যারা চেখে দেখেছেন তাদের বেশিরভাগই খাবারটিকে বেশ সুস্বাদু বলেছেন।








