রাতভর ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ার পর ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ এ সামান্য কাঠামোগত ক্ষতি হয়েছে। রোববার ভোরে বিমানবন্দরের বাইরের ছাউনির একটি অংশ ভেঙে পড়ে, যেটি ভিডিও ও ছবিতে ধরা পড়েছে।
এনডিটিভি জানিয়েছে, ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের আগমনী গেটের বাইরে ওভারহ্যাংয়ের একটি বড় অংশ ছিঁড়ে পড়েছে, ফুটপাথ জুড়ে জমেছে পানি। এছাড়া ভারী বর্ষণ ও ঝড়ের কারণে শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা এবং যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২৪ মে রাতে রাজধানীতে ঘণ্টায় ৭০-৮০ কিমি বেগে বাতাস বইতে থাকে এবং মাত্র ৩০-৪৫ মিনিটের মধ্যেই ৮০ মিমির বেশি বৃষ্টিপাত হয়। এর ফলে টার্মিনাল ১-এর পূর্বাঞ্চলের একটি কাঠামো চাপে বিকৃত হয়। তবে কোনো বড় ধরনের কাঠামোগত ক্ষতি হয়নি বলে দাবি করা হয়েছে।
অবস্থার উন্নয়নে দ্রুত ব্যবস্থা নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। একটি বিবৃতিতে জানানো হয়েছে, তারা দ্রুত তৎপর হয়ে কার্যক্রম স্বাভাবিক করতে কাজ করেছে। নিরাপত্তা এবং কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করা হয়েছে।
ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, শনিবার রাত ১১টা ৩০ মিনিট থেকে রোববার ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত ছয় ঘণ্টায় ৮১.২ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং সর্বোচ্চ বাতাসের বেগ ছিল ৮২ কিমি/ঘণ্টা। এমন প্রতিকূল আবহাওয়ার কারণে দিল্লি বিমানবন্দর থেকে ৪৯টি ফ্লাইট বাতিল বা অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে।









