গত মাসেই এক বছর পূর্ণ করেছে বলিউড দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিংয়ের একমাত্র সন্তান দুআ পাডুকোন সিং। মঙ্গলবার প্রথমবারের মতো তারকা দম্পতি তাদের কন্যা দুআর মুখ দেখালেন!
এতদিন মেয়ের মুখ প্রকাশ না করলেও, এক বছর পূর্তিতে দীপাবলি উপলক্ষে দীপিকা-রণবীর তাদের মেয়ের প্রথম ছবি শেয়ার করেন, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়! প্রথম তিন ঘণ্টায় যে ছবিতে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রায় ৪০ লাখ মানুষ!
দীপাবলির দিনে ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে দীপিকা মেয়ের ছবিগুলো শেয়ার করেন। তাতে দেখা যায় তারা ঐতিহ্যবাহী পোশাকে সেজেছেন। দীপিকা পরেছিলেন লাল রঙের ঐতিহ্যবাহী পোশাক, রণবীর ছিলেন অফ-হোয়াইট কুর্তা ও কোটে! তাদের ছোট্ট দুআ মায়ের সঙ্গে টুইন করেছে—সেও পরেছিল লাল পোশাক।
দীপিকার কোলে থাকা দুআ হাসছে খুশিতে, পাশে রণবীর দুজনকে জড়িয়ে ধরে আছেন। আরেকটি ছবিতে দেখা যায় মা-মেয়ে একসঙ্গে বাড়িতে দীপাবলির পূজা করছেন! ছবিগুলোর ক্যাপশনে দীপিকা লিখেছেন, “শুভ দীপাবলি”!
নেটিজেনদের প্রতিক্রিয়া
ছবি প্রকাশের পরই কমেন্ট সেকশন ভরে যায় ভালোবাসা ও শুভেচ্ছায়। তারকা থেকে ভক্ত— সবাই মুগ্ধ দুআর মিষ্টি হাসিতে। অনেকে মন্তব্য করেছেন, দুআ নাকি একেবারে দীপিকার ছোটবেলার কপি!
একজন এক্স (পূর্বতন টুইটার) ব্যবহারকারী দীপিকা ও দুআর ছবি পাশাপাশি রেখে লিখেছেন, “একদম কপি-পেস্ট!” অন্য এক ভক্তের ভাষায়, “ডিট্টো!” রেডিটে একজন পোস্ট করেছেন, “তারও আছে টোল!!! কতটা মিষ্টি… তিনজনকেই দারুণ লাগছে!”
আরেক ব্যবহারকারী লিখেছেন, “দেখতে বাবার মতো কিন্তু মায়ের টোল পেয়েছে!” কেউ কেউ তো প্রথমে ভেবেছিলেন ছবিটি নাকি এআই তৈরি! এক ভক্ত লিখেছেন, “আমি ভেবেছিলাম এটা এআই ছবি। পরে ইনস্টাতে এসে দেখি আসল! দুআ একেবারে মিশ্রণ — দীপিকার চোখ, টোল আর লম্বা গঠন, কিন্তু বাবার মতো মুখশ্রী। থামতেই পারছি না দেখছি!”
দীপিকা ও রণবীরের সম্পর্ক
২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে জমকালো আয়োজনে বিয়ে করেন দীপিকা পাডুকোন ও রণবীর সিং। সম্প্রতি তারা তাদের কন্যা দুআর প্রথম জন্মদিন উদযাপন করেছেন। লাইভমিন্ট









