আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা সীমিত ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটির অভিবাসন সমস্যার সমাধানে এই সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার সরকার।
মঙ্গলবার (২৭ আগস্ট) অস্ট্রেলিয়ার শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, ২০২৫ সালে ২ লাখ ৭০ হাজারের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী তালিকাভুক্ত করা হবে না। অতিরিক্ত মাত্রায় শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় এসে বিভিন্নি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ায় দেশটি জুড়ে বাড়তি বাড়ি ভাড়ার সমস্যা দূর করতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার শিক্ষামন্ত্রী জেসন ক্লেয়ার বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে কোভিড-১৯ এর পর আগের তুলনায় এখন প্রায় ১০ শতাংশ বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী রয়েছে এবং আমাদের বেসরকারি বৃত্তিমূলক এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোতে এ হার প্রায় ৫০ শতাংশের বেশি।
অস্ট্রেলিয়ার শিক্ষামন্ত্রনালয়ের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নতুন তালিকাভুক্তির সীমা বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ১ লাখ ৪৫ হাজারে বেঁধে দেয়া হয়েছে। ভোকেশনাল প্রতিষ্ঠানগুলোর জন্য এ সংখ্যা হবে ৯৫ হাজার।
তবে সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে অস্ট্রেলিয়ার কিছু স্বনামধন্য বিশ্ববিদ্যালয়। মেলবোর্ন ইউনিভার্সিটি উপাচার্য অধ্যাপক ডানকান মাসকেল বলেছেন, আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা বেঁধে দিলে আমাদের বিশ্ববিদ্যালয়ের ওপর, সার্বিকভাবে উচ্চশিক্ষার খাতে এই সিদ্ধান্ত ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।
ইউনিভার্সিটি অব সিডনি এক বিবৃতিতে জানিয়েছে, অস্ট্রেলিয়ার সবচেয়ে মূল্যবান রপ্তানিগুলোর মধ্যে একটি আন্তর্জাতিক উচ্চ শিক্ষা। তবে দেশ নিয়ন্ত্রিত সরকার এবং শিক্ষাখাতের সঙ্গে সহযোগিতা করবে আমাদের বিশ্ববিদ্যালয়।
সূত্র: ডয়েচেভেলে (ডিডব্লিউ)।









