আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কিছু সংশোধনী আনা হচ্ছে। এই বিষয়ে অধ্যাদেশ জারির বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মূহম্মদ ইউনূস সভাপতিত্বে উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত হয়েছে।
আজ (২০ নভেম্বর) বুধবার অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের পর প্রথমবারের মতো সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

প্রধান উপদেষ্টার সচিবালয়ে আসাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সচিবালয়সহ আশেপাশের এলাকাতেও রয়েছে এ নিরাপত্তা।









