অভিনেত্রী কুসুম সিকদারের নামের আগে লাগছে পরিচালক পরিচয়! পাশাপাশি প্রযোজনাতেও নাম লেখালেন তিনি। তার পরিচালিত ও প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘শরতের জবা’র কথা আগেই জেনেছেন! এবার প্রেক্ষাগৃহে ছবিটি দেখার পালা!
নিজের পরিচালিত প্রথম ছবির শুটিং সম্পন্ন করেছেন আগেই। বুধবার প্রকাশিত হলো পোস্টার! এদিন অনলাইনে ছবির পোস্টার শেয়ার করে কুসুম লিখেন,“আসছে ‘শরতের জবা’ আপনার নিকটস্থ প্রেক্ষাগৃহে! টিজার দেখতে চোখ রাখুন ২০ সেপ্টেম্বর চ্যানেল আই, আইস্ক্রিন এবং ‘শরতের জবা’র ফেসবুক পেইজে ।
নিজের লেখা বই থেকে ‘শরতের জবা’ গল্পটি চলচ্চিত্রের পর্দায় তুলে আনছেন কুসুম। যেখানে ইয়াশ রোহান, জিতু আহসান, শহীদুল আলম সাচ্চু, নরেশ ভূঁইয়াসহ অনেকেই অভিনয় করেছেন।









