ভারতের কেরালায় ভুমিধসের ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। কেরলের সংবাদমাধ্যম ‘মাতৃভূমি’র রিপোর্টে দাবি করা হয়, মৃতের সংখ্যা ২৭৫ এর বেশি। এখনও প্রায় ২২৫ জন মানুষ নিখোঁজ। এই আবহে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৈরি আবহাওয়ায় উদ্ধারকাজ এখনও চলছে।
কেরালার রাজ্যের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ (কেএসডিএমএ) এর বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দুর্যোগের মধ্যেই উদ্ধারকাজ চালাতে একটি অস্থায়ী ব্রিজ তৈরি করেছে ভারতীয় সেনারা। আটকে থাকা মানুষজনকে নিরাপদস্থানে নিয়ে আসার প্রয়াস অব্যাহত আছে। ফায়ার অ্যান্ড রেসকিউ, সিভিল ডিফেন্স, এনডিআরএফ এবং স্থানীয় কুইক রেসপন্স দলের সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন।
গত সোমবার গভীর রাত থেকেই কেরালার ওয়ানাড়ের একাধিক পাহাড়ি এলাকায় ধস নামে। রাত ১টার দিকে মুন্ডাক্কাই টাউনের কাছে প্রথম ধস নেমেছিল। এর প্রায় ৩ ঘণ্টা পর দ্বিতীয় ধস নামে একটি স্কুলের কাছে। তার জেরে আশপাশের বাড়ি এবং দোকানের মধ্যে জল এবং কাদা ঢুকে যায়। ওই এলাকায় একটি ব্রিজও ভেঙে পড়ে। তার জেরে কমপক্ষে ৪০০টি পরিবার আটকে পড়ে। একাধিক গাড়ি ভেসে যায়।









