টাইফুন ইয়াগির প্রভাবে মিয়ানমারে কয়েক দিনের টানা বর্ষণে সৃষ্ট বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১১৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে ৬৪ জন এবং বাস্ত্যুচুত হয়েছেন ৩ লাখ ২০ হাজার মানুষ।
১৫ সেপ্টেম্বর রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। এক বিবৃতির মাধ্যমে প্রাণহানির এই তথ্য নিশ্চিত করেছে মিয়ানমারের সামরিক সরকার।
মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৩শ’৭৫টি স্কুল এবং প্রায় ৬৬ হাজার বাড়ি ধ্বংস হয়েছে। কয়েক মাইল রাস্তা ও অন্যান্য অবকাঠামো ভেসে গেছে।
মিয়ানমারের তথ্য মন্ত্রণালয় বলছে, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি ত্রাণ ও স্বাস্থ্যকর্মী মোতায়েন করা হয়েছে এবং খাদ্য ও পানীয় জলের জন্য তহবিল সরবরাহ করা হয়েছে।
টাইফুন ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু অংশে বিপর্যয় সৃষ্টি হয়েছে; যার প্রভাবে এই অঞ্চলের কয়েকটি দেশে ব্যাপক বৃষ্টি ও বন্যা দেখা দিয়েছে।









