রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহসানুল ইসলাম দিপ্ত (২৪) নামে এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।
গতকাল শুক্রবার (৩০ আগস্ট) রাতে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহসানুল গাইবান্ধা সদরের শহিদুল ইসলামের ছেলে। বর্তমানে মোহাম্মদপুর এলাকায় ভাড়া থাকে তার পরিবার।
নিহতের বড় বোন সানজিদা আফরিন বলেন, গতরাতে মোটরসাইকেল চালিয়ে কুর্মিটোলা যাওয়ার পথে দুর্ঘটনায় গুরুতর আহত হয় দিপ্ত। শনিবার দুপুরের দিকে খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে জানতে পারি চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালের দিকে আমার ভাই মারা গেছে।
ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) আগস্টিন মিলটন ডি কষ্ট্রা বলেন, গুরুতর আহত আহসানুল ইসলামকে প্রথমে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালের দিকে মারা যায় সে।
তিনি আরও বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ বিনা ময়না তদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।








