৯ দিনব্যাপী দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবের ২৩ তম আসর প্রায় শেষের দিকে। আগামি রবিবার পর্দা নামবে উৎসবের। দেশি-বিদেশি সিনেমা দেখতে ইতিমধ্যে উৎসবস্থলে প্রতিদিনই ভিড় করছেন সিনেপ্রেমী মানুষ।
বিশেষ করে ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগের ছবিগুলো দেখতে দর্শকের বেশী আনোগোনা দেখা যাচ্ছে। এবছর এই বিভাগে মোট ১০টি সিনেমা নির্বাচিত হয়েছে। এ শাখায় দেখা যাবে বাংলাদেশের বেশ কিছু আলোচিত ও নতুন ছবি।
এরমধ্যে উৎসবের ৭ম দিন শুক্রবার (১৭ জানুয়ারি) দেখানো হবে শঙ্খ দাশগুপ্ত পরিচালিত মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’। গেল ডিসেম্বরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের মাথায় ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দর্শকও সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন।
উৎসব কর্তৃপক্ষ জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে বিনামূল্যে ‘প্রিয় মালতী’ দেখতে পারবেন দর্শক। এরআগে সিনেমার নির্মাতা ও কলাকুশলীরা অংশ নিবেন একটি সংবাদ সম্মেলনে।
‘প্রিয় মালতী’-তে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। এতে তাকে দেখা যায় নিম্ন- মধ্যবিত্ত ঘরের একজন লড়াকু নারীর চরিত্রে। ছবিতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুর মতো তারকারা।









