অত্যধিক বৃষ্টির জেরে পাঁচ দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী বন্যার মুখোমুখি হয়েছে ইউরোপের দেশ স্পেন। এই প্রাণঘাতি বন্যায় ৯৫ জনের মৃত্যু হয়েছে।
আজ (৩১ অক্টোবর) বৃহস্পতিবার একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, স্পেনের শুধু ভ্যালেন্সিয়া প্রদেশেই ৯২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভ্যালেন্সিয়ার পশ্চিমে কাস্তিলালামানচায় দুজন এবং মালাগা শহরে একজন ব্রিটিশ নাগরিকের মৃত্যু হয়েছে।
নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। মঙ্গলবারের আকস্মিক বন্যায় ভেসে যায় বিভিন্ন সেতু, সড়ক ও ভবন। পানির তোড় থেকে বাঁচতে অনেক মানুষকে বাড়ির ছাদে উঠে ও গাছ আকড়ে ধরে বাঁচার চেষ্টা করেন।
দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো শানচেজ বন্যায় হতাহতের জন্য দেশটিতে তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। ১৯৭৩ সালের পর এবারই সবচেয়ে প্রাণঘাতী বন্যার মুখোমুখি হয়েছে স্পেন।
পাঁচ দশকের বেশি সময় আগের ওই বন্যায় দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে অন্তত ১৫০ জনের মৃত্যু হয়েছিল।









