ময়মনসিংহের ভালুকায় একটি বাসা থেকে মা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, ওই এলাকার গার্মেন্টস শ্রমিক রফিক উদ্দিনের স্ত্রী ময়না বেগম (২৫), তার মেয়ে রাইসা (৭) এবং ছেলে নীরব (২)।
সোমবার (১৪ জুলাই) সকালে উপজেলার পৌর শহরের টিএনটি মোড়ে এ ঘটনা ঘটে।
ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবীর জানান, রফিক উদ্দিন স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘর থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়।
খুনের রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলেও জানান ওসি হুমায়ুন কবীর।









