বছর দুয়েক আগে টেস্টকে বিদায় বলেছেন কুইন্টন ডি কক। এবার জানালেন ওয়ানডে থেকে অবসরের কথা। ভারতে হতে চলা ওয়ানডে বিশ্বকাপের পর সাদা বলের এ ফরম্যাট থেকে অবসর নেবেন সাউথ আফ্রিকার ৩০ বর্ষী তারকা ব্যাটার।
মঙ্গলবার বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে সাউথ আফ্রিকা। টেম্বা বাভুমার নেতৃত্বে দলে আছেন ডি কক। প্রোটিয়াদের দল ঘোষণার কিছু সময় পর অবসরের কথা জানান ডি কক।
সাউথ আফ্রিকার হয়ে এপর্যন্ত ১৪০টি একদিনের ম্যাচ খেলেছেন ডি কক। ৪৪.৮৫ গড়ে রান করেছেন ৫ হাজার ৯৬৬। যেখানে ১৭টি সেঞ্চুরি ও ২৯টি ফিফটির ইনিংস রয়েছে।
এর আগে ২০২১ সালের ডিসেম্বরে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন প্রোটিয়া উইকেটরক্ষক-ব্যাটার। লাল বলের ক্রিকেটে ৫৪ ম্যাচে ৯১ ইনিংসে ৩,৩০০ রান করেছেন। ৬ সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ২২টি ফিফটির ইনিংস।








