গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে ম্যানচেস্টার সিটি ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন কেভিন ডি ব্রুইন। রোববার সিটিজেনদের হয়ে সবশেষ ম্যাচও খেলে ফেলেন বেলজিয়ান তারকা। ৩৩ বর্ষী তারকাকে পেতে মরিয়া ইতালিয়ান ক্লাব নাপোলি। ইতিমধ্যে ডি ব্রুইন ও তার পরিবারের সাথে কথা বলেছেন সিরি আ চ্যাম্পিয়ন ক্লাবটির প্রেসিডেন্ট ডি লরেন্টিস।
দলবদলের খবরের নির্ভরযোগ্য সূত্র ইতালিয়ান সাংবাদিক ফ্র্যাব্রিজিও রোমানো জানিয়েছেন এই খবর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডি ব্রুইনকে নিয়ে নাপোলি প্রেসিডেন্টের মন্তব্য পোস্ট করেন তিনি। লরেন্টিস যেখানে বলেছেন, ‘আমার মনে হয় ডি ব্রুইন আমাদের সাথে যোগ দিতে চলেছেন। আমাকে বলা হয়েছে যে তিনি নাপোলিতে যোগদান করছেন।’
‘সকালে কেভিন, তার স্ত্রী, তার সন্তানের সাথে কথা বলেছি, তাদের দেখতে খুব ভালো লেগেছে। এখন কেবল সময়ের অপেক্ষা। চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত আমাদের সতর্ক থাকতে হবে। আমরা নাপোলিতে খুবই সিরিয়াস।’
২০১৫ সালে ভিএফএল উল্ফসবুর্গ থেকে ৫৫ মিলিয়ন পাউন্ডে ম্যানসিটিতে এসেছিলেন ডি ব্রুইন। ইতিহাদে ১০ বছরের ক্যারিয়ারে সিটিকে ৬টি প্রিমিয়ার লিগ শিরোপা এবং ৫টি লিগ কাপ, ২টি এফএ কাপ ও ১টি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ১৬টি শিরোপা জিতিয়েছেন।









