আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’ ছবির সংলাপ শোনা গেল অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের মুখে। একটি বিজ্ঞাপনের ভিডিওতে দেখা গেল, ‘পুষ্পা’র কায়দায় সংলাপ বলছেন ক্রিকেটার। সোমবার নিজের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে সেই ভিডিও শেয়ার করেছেন তিনি।
ভাঙা হিন্দিতে ‘ফায়ার হ্যায় ম্যায়’ বলতে শোনা গেছে ওয়ার্নারকে। প্রিয় ক্রিকেটারের মুখে এই সংলাপ শুনে উচ্ছ্বসিত ভক্তরা। কমেন্ট বক্সে কেউ বলেছেন, ‘ভুল করে অস্ট্রেলিয়ায় জন্মেছেন ওয়ার্নার।’ কারও মতে, ‘ডেভিড অর্ধ ভারতীয় এবং অর্ধ অস্ট্রেলিয়ান।’
বিজ্ঞাপনটি দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন দক্ষিণী তারকা আল্লু। পাল্টা উত্তর দিয়েছেন ক্রিকেটার। ওয়ার্নারের ভিডিওতে হাসির ইমোজি দিয়েছেন আল্লু। উত্তরে ওয়ার্নার বলেছেন, ‘কী মজার! আপনিই সেরা।’
২০২১ সালে মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ়’। আল্লু অর্জুন অভিনীত এই ছবি নজর কেড়েছিল পুরো বিশ্বের দর্শকের। তার পর থেকেই ছবির সিকুয়েল ‘পুষ্পা: দ্য রুল’-এর অপেক্ষায় রয়েছেন দর্শক। চলতি বছরে ১৫ আগস্ট মুক্তি পাবে ‘পুষ্পা ২’।
সূত্র: বলিউড হাঙ্গামা









