ইউনিসেফের প্রচারদূত হিসাবে প্রথমবার ভারত সফরে এসেছিলেন ডেভিড বেকহ্যাম। গিয়েছেন শাহরুখ খানের বাড়িতে। শাহরুখের আতিথেয়তায় মুগ্ধ বেকহাম। ফিরে গিয়েই জানালেন ভালো লাগার কথা।
বেকহ্যাম সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘দারুণ এই মানুষের বাড়িতে নিমন্ত্রণ পেয়ে সম্মানিত। শাহরুখ-গৌরির সঙ্গে খাবার উপভোগ করা, তাদের সুন্দর সন্তান ও অতিথিদের সঙ্গে সময় কাটানো। ভারতের প্রথম সফর স্পেশাল ছিল। ধন্যবাদ বন্ধু। আপনার এবং আপনার পরিবারের সকলের আমার বাড়িতে নিমন্ত্রণ রইলো।’
বেকহ্যাম ‘মান্নত’-এর ডিনারের ছবিও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। শাহরুখের ‘মান্নাত’ ছাড়াও বেকহ্যাম গিয়েছিলেন সোনম কাপুরের বাড়িতে। এছাড়াও আম্বানিদের নিমন্ত্রণ পেয়ে অ্যান্টালিয়াতেও গিয়েছিলেন তিনি।
শুধু শাহরুখ নন, সোনম ও আনন্দকেও ধন্যবাদ জানিয়েছেন বেকহ্যাম। পোস্টে ট্যাগ করে বেকহাম লেখেন, ‘যে ভাবে আপনারা আমাকে আপনাদের বাড়িতে স্বাগত জানিয়েছেন, সত্যিই খুব ভাল মানুষ আপনারা। ধন্যবাদ এমন একটা সুন্দর সন্ধ্যা উপহার দেওয়ার জন্য।’
গুজরাটে ইউনিসেফের কাজ সেরে মুম্বাইয়ের পার্টিগুলোতে অংশ নেন বেকহ্যাম। শুক্রবার (১৭ নভেম্বর) মুম্বাই ছেড়েছেন জনপ্রিয় এই ফুটবলার।
সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া









