ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১০টা ৩০ মিনিট থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যাবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, সন্ধ্যার পর থেকেই কুয়াশা পড়তে থাকে। রাত সাড়ে ১০টায় ঘন কুয়াশায় নদীপথ অস্পষ্ট হয়ে যায়।
সেসময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় কিছু যানবাহন আটকা পড়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে বলে জানায় এই কর্মকর্তা।
কুয়াশার কারণে শনিবার প্রায় ১১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর বেলা ১০টা ৪৫ মিনিটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।









