টপএন্ড টি-টুয়েন্টি লিগে পাকিস্তান শাহিনসের বিপক্ষে হারের পর নেপালের বিপক্ষে জিতেছিল বাংলাদেশ ‘এ’ দল। তৃতীয় ম্যাচে পার্থ স্কর্চার্সের কাছে হেরে যায় লাল-সবুজের প্রতিনিধিরা, চতুর্থ ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে নুরুল হাসান সোহানের দল। নর্দান টেরিটোরি স্ট্রাইককে ২২ রানে হারিয়ে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ।
ডারউইনে টসে হেরে আগে ব্যাটে নেমে বাংলাদেশ ‘এ’ দল নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭২ রান করে। জবাবে নেমে নর্দান টেরিটোরি ৭ উইকেটে ১৫০ রানে থামে।
টাইগারদের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন আফিফ হোসেন। ৪টি চারে ৪০ বলে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন। ৫ চার ও ১ ছক্কায় ২৩ বলে ৩৫ রান করেন নুরুল হাসান সোহান। ৩ চার ও ১ চারে ২৩ বলে ৩০ রান করেন জিসান আলম। ৬ চারে ১১ বলে ২৫ রান করেন নাঈম শেখ।
অস্ট্রেলিয়ার দলটির হয়ে টম মেনজিস ২ উইকেট নেন। ম্যাট হ্যামন্ড ও ডি’আর্চি শর্ট নেন একটি করে উইকেট।
রানতাড়ায় নেমে স্বাগতিক দলটির হয়ে ভালো করেছেন জর্ডান সিল্ক ও কনর ক্যারল। জর্ডান ৪১ বলে ৪৮ রান করেন, ক্যারলের ব্যাট থেকে আসে ৩০ বলে ৪৩ রান। বাকিদের মধ্যে টম আন্দ্রেস ১৮ এবং ক্যাডেল ম্যাকমাহন ১০ রান করেন।
বাংলাদেশের হয়ে রাকিবুল হাসান, তোফায়েল আহমেদ ও হাসান মাহমুদ দুটি করে উইকেট নেন। রিপন মণ্ডল নেন এক উইকেট।









