দেশের অন্যতম ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে স্ট্রিমিং হতে যাচ্ছে সুপারস্টার শাকিব খান অভিনীত প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সবশেষ সিনেমা ‘দরদ’। সোমবার রাতে এই ছবির পোস্টার শেয়ার করে স্ট্রিমিংয়ের খবরটি নিশ্চিত করে আইস্ক্রিন!
অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ প্রেক্ষাগৃহে মুক্তি পায় গেল বছর ১৫ নভেম্বর। এতে শাকিবের বিপরীতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান।
প্যান ইন্ডিয়ান এই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির মাত্র দুই মাস না যেতেই এবার এলো ওটিটি প্লাটফর্মে মুক্তির খবর। ফলে ছবিটি নিয়ে আগ্রহী হয়ে উঠছেন দেশের সিনেপ্রেমী দর্শক। বিশেষ করে শাকিব ভক্তরা নিজ উদ্যোগে প্রচারণা শুরু করেছেন।
তবে কবে থেকে স্ট্রিমিং হতে যাচ্ছে ‘দরদ’, সেটা এখনো প্রকাশ করেনি আইস্ক্রিন কর্তৃপক্ষ। তবে আইস্ক্রিন থেকে জানানো হয়েছে, খুব শিগগির আইস্ক্রিনের দর্শক সিনেমাটি দেখতে পারবেন।
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় রোমান্টিক সাইকো-থ্রিলার ঘরানার ছবি ‘দরদ’। ছবিতে দুলু মিয়ার ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান আর ফাতিমা চরিত্রে দেখা গেছে সোনাল চৌহানকে। সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন অনন্য মামুন। প্রযোজক হিসেবে আছেন অশোক ধানুকা, হিমাংশু ধানুকা, কামাল মোহাম্মদ কিবরিয়া ও অনন্য মামুন।
শাকিব ও সোনাল ছাড়াও এতে অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ, তানভীর তারেকসহ অনেকে।









