আলোচনা-সমালোচনার মধ্যে দিয়ে শেষের পথে ফিফা ক্লাব বিশ্বকাপের চলতি আসর। বাকি কেবল ফাইনাল, রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে পিএসজি ও চেলসির শিরোপা লড়াই দিয়ে পর্দা নামবে আসরের। তার আগে ফের আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের আবহাওয়া। তীব্র গরমে মানিয়ে নেয়া কষ্টকর খেলোয়াড়দের। চেলসির বিশ্বজয়ী আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফের্নান্দেজের কাছে এমন গরমে খেলাটা ঝুঁকিপূর্ণ। জানালেন, তীব্র গরমে মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল তার।
চলমান ক্লাব বিশ্বকাপে অতিরিক্ত গরম বিভিন্ন খেলোয়াড় এবং কোচরা আপত্তি জানিয়েছেন। কিছু ম্যাচে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রাও উঠেছিল। সেমিফাইনালে ফ্লুমিনেন্সের বিপক্ষে চেলসির ম্যাচে মাত্রা ছিল ৩৬ ডিগ্রি। ম্যাচে গরমের কারণে অস্বস্তিবোধ করেছেন ফের্নান্দেজ।
তীব্র গরম নিয়ে বিশ্বজয়ী আর্জেন্টাইন মিডফিল্ডার জানালেন তার উদ্বেগের কথা। বলেছেন, সেমিফাইনালের দিন আমার মাথা ঘুরছিল। তাই আমি মাঠে শুয়ে পড়েছিলাম। এই গরমে খেলা খুবই ঝুঁকিপূর্ণ। এমনকি দর্শক যারা খেলা দেখতে মাঠে আসে কিংবা ঘরে বসে খেলা দেখছে তাদের জন্যও ঝুঁকিপূর্ণ।’
‘এখানে খেলার গতি একই থাকে না। সবকিছুই মন্থল হয়ে যায়। আশা করি, আগামী বছর সূচিতে পরিবর্তন আনা হবে। যাতে একটি সুন্দর ও আকর্ষণীয় ফুটবল প্রদর্শনী দেখা যায়।’









