মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর উপপরিচালকের দায়িত্ব থেকে আগামী জানুয়ারিতে সরে দাঁড়াচ্ছেন ড্যান বংগিনো। বুধবার ১৭ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
পোস্টে বংগিনো বলেন, উদ্দেশ্যপূর্ণভাবে দেশসেবার সুযোগ দেওয়ার জন্য তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এবং এফবিআই পরিচালক কাশ প্যাটেলের প্রতি কৃতজ্ঞ। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের জনগণকে সেবা করার সুযোগ পাওয়ায় ধন্যবাদ জানান।
এর আগে বুধবার ট্রাম্প বলেন, সাবেক পডকাস্ট হোস্ট বংগিনো দায়িত্বে ‘দারুণ কাজ’ করেছেন এবং তিনি আবার নিজের শোতে ফিরতে চান।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্পের নিয়োগে এফবিআইয়ের উপপরিচালক হন বংগিনো। এর আগে তিনি নিউইয়র্ক সিটি পুলিশের কর্মকর্তা ছিলেন এবং যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসে দায়িত্ব পালনকালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে পডকাস্ট ও বিভিন্ন গণমাধ্যমে উপস্থিতির মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত বংগিনোর এফবিআইয়ে নিয়োগকে অনেকে চমকপ্রদ বলে মনে করেন, কারণ সংস্থাটিতে তার পূর্ব অভিজ্ঞতা ছিল না। এফবিআই এজেন্টস অ্যাসোসিয়েশন, যারা প্রায় ১৪ হাজার বর্তমান ও সাবেক এজেন্টকে প্রতিনিধিত্ব করে, তার নিয়োগের বিরোধিতা করেছিল।
দায়িত্ব নেওয়ার আগে বংগিনো ২০২০ সালের নির্বাচনে ট্রাম্পের জয়ের মিথ্যা দাবিসহ বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ও ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করেছিলেন। তিনি ২০২১ সালের ৬ জানুয়ারির পাইপ বোমা তদন্তকে ‘ভেতরের কাজ’ বলেও মন্তব্য করেন। তবে দায়িত্ব নেওয়ার পর তিনি এ তদন্তকে অগ্রাধিকার দেন। চলতি মাসের শুরুতে প্রায় ছয় বছর পর রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির সদর দপ্তরের বাইরে পাওয়া পাইপ বোমা ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়।
এফবিআই পরিচালক কাশ প্যাটেল বংগিনোর প্রশংসা করে বলেন, তিনি স্বচ্ছতার পক্ষে জনগণের কণ্ঠস্বর ছিলেন এবং দীর্ঘদিন অমীমাংসিত মামলায় বড় অগ্রগতি এনেছেন। জেফ্রি এপস্টেইনের মৃত্যুর বিষয়েও দায়িত্ব নেওয়ার পর বংগিনোর অবস্থান বদলায়। আগে তিনি সন্দেহ প্রকাশ করলেও মে মাসে বলেন, ‘আমি পুরো নথি দেখেছি। তিনি আত্মহত্যা করেছেন।’ জুলাইয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও এফবিআই প্রকাশিত এক স্মারকে একই তথ্য জানানো হয়।
এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এক্সে দেওয়া সংক্ষিপ্ত পোস্টে বলেন, বংগিনোর এফবিআই সেবার কারণে ‘আমেরিকানরা এখন আরও নিরাপদ’।









