জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি সাবেক ডেমিয়েন মার্টিন। মেনিনজাইটিসে (মস্তিষ্কের প্রদাহ) আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন দুটি বিশ্বকাপজয়ী ব্যাটার। স্থানীয় সংবাদমাধ্যমের খবর, ‘ইনডিউসড কোমা’ বা কৃত্রিমভাবে কোমায় রাখা হয়েছে ৫৪ বছর বয়সী সাবেক ক্রিকেটারকে।
গত শুক্রবার বক্সিং ডেতে অসুস্থ হয়ে পড়েন মার্টিন। পরে গোল্ড কোস্টের একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। অস্ট্রেলিয়ার সাবেক রুলস ফুটবল তারকা ব্র্যাড হার্ডি পার্থের ৬পিএআর রেডিওতে মার্টিনের অসুস্থতা খবর জানান।
বলেছেন, ‘ডেমিয়েন মার্টিন, ওয়েস্ট অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন, দুর্দান্ত ব্যাটার, দুর্ভাগ্যজনকভাবে বক্সিং ডেতে অসুস্থ হয়ে পড়েন এবং এখন কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। জীবনের কঠিনতম লড়াই করছেন তিনি। মার্টের জন্য সবাই আশীর্বাদ করবেন। ইশ্বর তাকে শক্তি দিন। আশা করি তিনি লড়াইয়ে জিতবেন, অবস্থা খুবই গুরুতর।’
গোল্ড কোস্ট স্বাস্থ্য বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন, মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে গোল্ড কোস্ট ইউনিভার্সিটি হাসপাতালে গুরুতর অবস্থায় আছেন ডেমিয়েন মার্টিন।
অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমগুলো বলছে, মার্টিনকে ‘ইনডিউসড কোমায়’ রাখা হয়েছে। ইনডিউসড কোমা মানে চিকিৎসকের তত্ত্বাবধানে ওষুধের মাধ্যমে অচেতন রাখা। অবস্থার উন্নতি হলে তাকে কোমা থেকে বের করে আনার আশা আছে। তবে অবস্থা ভীষণ গুরুতর এবং তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হচ্ছে।’
মার্টিনের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়া জাতীয় দলের সতীর্থ ও বন্ধু অ্যাডাম গিলক্রিস্ট বলেছেন, ‘মার্টিনের চিকিৎসায় কোনো কমতি রাখা হচ্ছে না। সম্ভাব্য সেরা চিকিৎসাই সে পাচ্ছে। অ্যামান্ডা (মার্টিনের সঙ্গী) ও ওর পরিবার নিশ্চয়ই জানে, অসংখ্য মানুষ প্রার্থনা করছে ও শুভকামনা জানাচ্ছে।’
১৯৯২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া মার্টিন অস্ট্রেলিয়ার হয়ে ১৯৯৯ ও ২০০৩ ওয়ানডে বিশ্বকাপ জিতেছে। জাতীয় দলের জার্সিতে ৬৭ টেস্টে ৪৪০৬ রান করেছেন। রয়েছে ১৩টি সেঞ্চুরি ও ২৪টি ফিফটি। ২০৮ ওয়ানডেতে করেছেন ৫৩৪৬ রান। এই সংস্করণে ৫টি সেঞ্চুরির পাশাপাশি আছে ৩৭টি ফিফটি। ইতিহাসের প্রথম আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলা মার্টিন এই সংস্করণে ৪ ম্যাচে ১২০ রান করেছেন। যার মধ্যে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলেছেন ৫৬ বলে ৯৬ রানের ইনিংস।









