লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ডাম্বুলা সিক্সার্সের হয়ে প্রথম ম্যাচে আলো ছড়াতে পারেননি মোস্তাফিজুর রহমান। দ্বিতীয় ম্যাচে নিজের রূপে ফিরে এসেছেন টাইগার পেসার। তার জ্বলে ওঠার ম্যাচে হেরে গেছে ডাম্বুলা। আসরে টানা দুই ম্যাচে হার দেখল মোস্তাফিজ ও তাওহীদ হৃদয়ের দল।
পাল্লেকেলেতে টসে জিতে ডাম্বুলাকে আগে ব্যাটে পাঠায় জাফনা কিংস। কুশল পেরেরার অপরাজিত ৫২ বলে ১০২ রানের ইনিংসে নির্ধারিত ওভার শেষে ২ উইকেটে ১৯১ রান তোলে ডাম্বুলা। ৩৫ বলে ৪০ রান করেন নুয়ানিদু ফের্নান্দো এবং ২৩ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন মার্ক চ্যাপম্যান।
টপঅর্ডার ভালো করায় এদিন নামার সুযোগ হয়নি তাওহীদ হৃদয়ের। প্রথম ম্যাচে ক্যান্ডি ফ্যালকনসের বিপক্ষে অবশ্য ব্যর্থ হয়েছেন হৃদয়।
জবাবে নেমে অভিস্কা ফের্নান্দোর ৩৪ বলে ৮০ রানের ঝড়ো ইনিংস এবং চারিথ আশালাঙ্কার ৩৬ বলে ৫০ রানের ইনিংসে ওভারের শেষ বলে চার উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে জাফনা।
ডাম্বুলা বোলারদের হয়ে দারুণ করেছেন মোস্তাফিজ। চার ওভারে ১০টি ডট আদায় করে নিয়েছেন। ৩০ রান খরচায় নেন চারিথ আশালাঙ্কা ও কুশল মেন্ডিসের উইকেট। নুয়ান থুসারা নেন দুটি উইকেট।









