পাথুম নিশাঙ্কা ও আভিস্কা ফের্নান্দোর দুরন্ত ব্যাটিংয়ে ডাম্বুলা সিক্সার্সের সামনে দুই শতাধিক রানের লক্ষ্য দাঁড় করেছিল জাফনা কিংস। রানতাড়ায় রেজা হেনড্রিক্সের ঝড়ো ব্যাটিংয়েও জেতার স্বাদ নেয়া হল না ডাম্বুলার। টানা তিন ম্যাচের তিনটিতেই হার দেখল মোস্তাফিজুর রহমানদের দল। অন্যদিকে প্রথম ম্যাচে হারের পর টানা তিন জয় পেল জাফনা।
ডাম্বুলায় টসে জিতে সফরকারীদের আগে ব্যাটে পাঠায় স্বাগতিক দল। নির্ধারিত ওভার শেষে ৫ ওভারে ২১৮ রানের সংগ্রহ গড়ে জাফনা। জবাবে নেমে ৮ উইকেটে ১৮৮ রানে থামে ডাম্বুলা।
জাফনাকে দুর্দান্ত শুরু এনে দেন নিশাঙ্কা। নয় চার ও চার ছক্কায় ৫৩ বলে ৮৮ রান করেন। পাঁচ ছক্কা ও তিন চারে ৩০ বলে ৫৭ রান করেন আভিস্কা। শেষ দিকে ৬ বলে অপরাজিত ১৯ বলের ক্যামিও উপহার দেন আজমতউল্লাহ ওমরজাই।
ডাম্বুলা বোলারদের মধ্যে সবচেয়ে সফল মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে ৩৯ রান খরচায় ২ উইকেট নেন টাইগার পেসার।
রানতাড়ায় নেমে রেজা হেনড্রিক্স দারুণ করেন। নয় চার ও তিন ছক্কায় ৫০ বলে ৮০ রান করেন। ১৭ বলে ৩০ রান করেন মার্ক চাপম্যান। শেষ দিকে চামিন্দু বিক্রমাসিংহে ১৭ বলে ২০ রান করেন।
জাফনার হয়ে প্রমোধ মাধুশান, আসিথা ফের্নান্দো ও তাবরাইজ শামসি দুটি করে উইকেট নেন।









