ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত রায়হান রাফী পরিচালিত ‘দামাল’ মুক্তি পাচ্ছে ২৮ অক্টোবর। তার আগে জোর প্রচারণায় নেমেছে ছবির পুরো টিম।
প্রচারণার অংশ হিসেবে শনিবার বিকেলে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। সেখানে বহু তারকার পাশাপাশি এসেছিলেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। মুক্তির অপেক্ষায় থাকা দামাল দেখার আমন্ত্রণ জানিয়ে ফারুকী বলেন, দর্শকদের বলছি আপনারা ‘দামাল’ দেখে সিনেমা হল ভেঙে ফেলেন।
তিনি বলেন, রাফীকে আমি খুব পছন্দ করি। আমাদের প্রিয় ফিল্ম নির্মাতাদের একজন সে। সে স্বাধীন বাংলা ফুটবল দলকে নিয়ে দামাল বানিয়েছে। এটা ইতিহাসের উল্লেখযোগ্য ব্যাপার। আমি মনে করি শুধু ইতিহাস নয়, রাফী সামনে আরও অনেক পারপাস সার্ভ করুক। তার জন্য শুভকামনা।
মজা করে ফারুকী আরও বলেন, ক্যারাম নিয়ে নাটক বানিয়েছিলাম। হয়তো জানতাম রায়হান রাফী এসে একদিন ফুটবল নিয়ে সিনেমা বানাবে।
ফুটবল নিয়ে ছবি বানানো প্রসঙ্গে ফারুকী বলেন, বাংলাদেশের মানুষ ফুটবল পাগল। রাত জেগে বিভিন্ন প্রিমিয়ার লীগ দেখে। একসময় আমাদের দেশেও আবাহনী ও মোহামেডান প্রতিযোগিতা দেখতাম। বিভিন্ন ফ্ল্যাগ বানানো হতো। ফুটবলের সেই সুদিন আমাদের মাঝে আবারও ফিরে আসুক।

রাফীর প্রসঙ্গে ফারুকী আরও বলেন, রাফীকে না চিনলেও ফেসবুকে ওর শর্টফিল্ম দেখেছিলাম। এখন সে তার প্রতিটি কাজে নিজেকে উন্নত করার চেষ্টা করছে। তাঁর খাঁচার ভিতর অচিন পাখি দেখলে বোঝা যায় সে কতটা ম্যাচিউর ভাবে কাজটা করেছে। আগামীতে তার দামাল আসছে। আশা করবো সে অতীতের চেয়ে সামনে আরও ভালো করবে। আমি তার সাফল্য কামনা করি।
মোস্তফা সরয়ার ফারুকীকে পেয়ে রাফী বলেন, যে কজন মানুষের নির্মাণ দেখে ফিল্ম মেকার হয়েছি তাদের একজন ফারুকী ভাই। আমার দামাল ছবির প্রমোশনে তাকে পেয়েছি, এটা আমার জন্য অনেক পাওয়া। তিনি আমার জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন এই প্রাপ্তি আমার কাছে অনেক।
ফরিদুর রেজা সাগরের মূল গল্পে স্বাধীন বাংলা ফুটবল দল ও মুক্তিযুদ্ধকালীন গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘দামাল’। এর অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শরিফুল রাজ, সুমিত, ইন্তেখাব দিনার প্রমুখ।







