অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা’র প্রভাবে শনিবার (১৩ মে) সকাল থেকে সর্বশেষ বেলা সাড়ে ১২ টা পর্যন্ত কক্সবাজারের কোথাও সূর্যের দেখা মিলেনি। এই মুহূর্তে মোখা কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিম কোনে অবস্থান করছে। এটির অগ্রভাগের প্রভাব শনিবার সন্ধ্যা থেকেই কক্সবাজার উপকূলে পড়তে শুরু করবে।
কক্সবাজার আবহাওয়া অফিসের দেয়া তথ্যমতে, শনিবার সকাল থেকে আকাশ মেঘলা হয়ে রয়েছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১৭০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। এ জন্য কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
কক্সবাজারের আবহাওয়াবিদ আবদুর বলেন, সকাল থেকে সূর্য দেখা যায়নি। আকাশে শুধু মেঘ আর মেঘ। শনিবার রাতে জেলার বিভিন্ন অঞ্চলে থেমে থেমে অল্প বৃষ্টি হলেও সকাল আটটার পর থেকে দমকা কিংবা ঝড়ো হাওয়া প্রবাহিত হয়নি এখনও।







