কক্সবাজার সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরে ৮ নম্বর মহাবিপদ সংকেত এবং মোংলা সমুদ্রবন্দরে ৪ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এছাড়া সারাদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।
অন্যদিকে অতি প্রবল ঘূর্নিঝড় মোখার প্রভাবে শনিবার সকাল থেকে এখনও পর্যন্ত (বেলা সাড়ে ১২ টা) কক্সবাজারের কোথাও সূর্যের দেখা মেলেনি। এই মুহূর্তে মোখা কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিম কোনে অবস্থান করছে। এটির অগ্রভাগের প্রভাব শনিবার সন্ধ্যা থেকেই কক্সবাজার উপকূলে পড়তে শুরু করবে।
কক্সবাজার আবহাওয়া অফিসের দেয়া তথ্যমতে, শনিবার সকাল থেকে আকাশ মেঘলা হয়ে রয়েছে। ঘূর্ণিঝড়কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার। যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৭০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।
এজন্য কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।







