মিয়ানমার ও বাংলাদেশ উপকুলে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড় মোখায় এখন পর্যন্ত মিয়ানমারে ১৪৫ জন নিহত হয়েছে বলে জানা গেছে। নিহতের এ সংখ্যা নিশ্চিত করেছে দেশটির সামরিক সরকার।
মিয়ানমার জানিয়েছে, গত রোববার ঘূর্ণিঝড় মোখায় যারা মারা গেছে তাদের বেশিরভাগের মৃত্যু হয়েছে ভূমিধ্বসে।
মিয়ানমার জান্তা সরকার এর আগে মৃতের সংখ্যা ২১ জন বলে জানিয়েছিল। তবে স্থানীয় বাসিন্দারা সংবাদমাধ্যম বিবিসিকে বলেছিল – ঘূর্ণিঝড়ের কারণে সেখানে কমপক্ষে ৪০ জন মানুষের মৃত্যু হয়েছে।
জাতিসংঘ জানিয়েছে, এই শতাব্দীতে এই অঞ্চলে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় এটি। ঝড়ের কারণে প্রায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
২০৯ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে উপকুলে আঘাত হানে মোখা। এটি ছিল ক্যাটাগরি ফাইভ মাত্রার একটি ঘূর্ণিঝড়। পশ্চিম মায়ানমারের রাখাইন রাজ্যের পাশাপাশি সাগাইং এবং ম্যাগওয়ে অঞ্চলেও আঘাত হানে মোখা।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শুক্রবার মিয়ানমারের জান্তা সরকার এক বিবৃতিতে বলেছে, ঘূর্ণিঝড়ের সময় মোট ১৪৫ জন লোক নিহত হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে রয়েছে চারজন সেনা এবং ১৪১ জন স্থানীয় বাসিন্দা।







